এবার পাকিস্তানি এয়ারলাইনগুলোর জন্য ভারতের আকাশসীমা বন্ধ

- আপডেট সময় ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে পেহেলগায়ে ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দিন যতো যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তীব্রতর হচ্ছে। বুধবার (৩০ এপ্রিল) এরই অংশ হিসেবে পাকিস্তানি এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে। ভারত সরকারের পক্ষ থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান। সেই সঙ্গে তৃতীয় দেশের মাধ্যমেও সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় নাগরিকদের জন্য বিশেষ দক্ষিণ এশীয় ভিসা স্থগিত করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে বলেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার যে দাবি ভারত করছে তা তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। শাহবাজ শরিফ একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেন ভারতকে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি না করে দায়িত্বশীল আচরণ করতে অনুরোধ করে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পাকিস্তান আরও বলছে, ভারত খুব দ্রুতই সামরিক অভিযান চালাতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাশ্মীর অঞ্চলে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা ঘটনায় ভারত দাবি করেছে, হামলাকারীদের মধ্যে দুইজন পাকিস্তানি নাগরিক রয়েছে। তারা ‘সন্ত্রাসী। অন্যদিকে, ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।
সূত্র: রয়টার্স