০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সার নাটকীয় ড্র

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

ফুটবলপ্রেমীরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উন্মত্ত উত্তেজনা আর গোলবন্যার এক ম্যাচ উপভোগ করলেন। বার্সেলোনা ঘরের মাঠ মোন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে যে ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় এক ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এতো বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।

মার্কাস থুরামের চমকপ্রদ ব্যাক-হিল গোলের মাধ্যমে ম্যাচের মাত্র প্রথম মিনিটেই (৩০ সেকেন্ডে) ইন্টার এগিয়ে যায়। যা সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে।

ডেনজেল ডুমফ্রিস এরপর ২১ মিনিটে কর্নার থেকে এক ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন যে গোলে বার্সা রক্ষণ একপ্রকার অসহায় দেখায়।

লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে বিদ্যুৎগতির মতো ফিরে আসেন। তরুণ তারকা ২৪ মিনিটে ব্যবধান কমান এই তারকা। ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ইয়ামাল বল পাঠিয়ে দেন জালে।

এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডই সবচেয়ে কমবয়সী গোলদাতা। কিলিয়ান এমবাপ্পের ১৮ বছর ১৪০ দিন বয়সের রেকর্ড পেছনে ফেলেছেন। কয়েক মিনিট পরই আবারও ইয়ামাল পোস্টে শট নেন, তবে গোল মিস হয়।

তোরেস ৩৮ মিনিটে ফেরান এক নিখুঁত ফার্স্ট-টাইম ফিনিশে ম্যাচে সমতা ফেরান বার্সার হয়ে। প্রথমার্ধের শেষে দুই দল ২-২ গোলে সমানে সমান অবস্থানে যায়।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় ইন্টার। যদিও বার্সেলোনা চাপ অব্যাহত রাখলেও এবারও স্কোরার ডুমফ্রিস। তবে বার্সাও দারুণভাবে সাড়া দেয়।

রাফিনহার দূরপাল্লার শট প্রথমে পোস্ট লেগে যায়। পরে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পিঠে লেগে জালে ঢুকে যায়। যা ৭০ মিনিটে বার্সাকে ৩-৩ সমতায় ফিরিয়ে আনে।

আর কোনো গোল না হওয়ায় প্রথম লেগ ৩-৩ গোলে শেষ হয়। সান সিরোতে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ফিরতি লেগে এখন সব নির্ধারিত হবে। যেখানে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল বা পিএসজির বিপক্ষে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বার্সার নাটকীয় ড্র

আপডেট সময় ০১:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ফুটবলপ্রেমীরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উন্মত্ত উত্তেজনা আর গোলবন্যার এক ম্যাচ উপভোগ করলেন। বার্সেলোনা ঘরের মাঠ মোন্টজুইক অলিম্পিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে যে ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলের নাটকীয় এক ড্র করেছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে এতো বেশি গোলের ড্র ম্যাচ ১৯৯৯ সালের পর আর দেখা যায়নি।

মার্কাস থুরামের চমকপ্রদ ব্যাক-হিল গোলের মাধ্যমে ম্যাচের মাত্র প্রথম মিনিটেই (৩০ সেকেন্ডে) ইন্টার এগিয়ে যায়। যা সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ইতিহাসে।

ডেনজেল ডুমফ্রিস এরপর ২১ মিনিটে কর্নার থেকে এক ওভারহেড কিকে ব্যবধান দ্বিগুণ করেন যে গোলে বার্সা রক্ষণ একপ্রকার অসহায় দেখায়।

লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে বিদ্যুৎগতির মতো ফিরে আসেন। তরুণ তারকা ২৪ মিনিটে ব্যবধান কমান এই তারকা। ইন্টারের পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক শটে দূরের পোস্ট দিয়ে ইয়ামাল বল পাঠিয়ে দেন জালে।

এখন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ১৭ বছর ২৯১ দিন বয়সী এই ফরোয়ার্ডই সবচেয়ে কমবয়সী গোলদাতা। কিলিয়ান এমবাপ্পের ১৮ বছর ১৪০ দিন বয়সের রেকর্ড পেছনে ফেলেছেন। কয়েক মিনিট পরই আবারও ইয়ামাল পোস্টে শট নেন, তবে গোল মিস হয়।

তোরেস ৩৮ মিনিটে ফেরান এক নিখুঁত ফার্স্ট-টাইম ফিনিশে ম্যাচে সমতা ফেরান বার্সার হয়ে। প্রথমার্ধের শেষে দুই দল ২-২ গোলে সমানে সমান অবস্থানে যায়।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আবারো কর্নার থেকে গোল পায় ইন্টার। যদিও বার্সেলোনা চাপ অব্যাহত রাখলেও এবারও স্কোরার ডুমফ্রিস। তবে বার্সাও দারুণভাবে সাড়া দেয়।

রাফিনহার দূরপাল্লার শট প্রথমে পোস্ট লেগে যায়। পরে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পিঠে লেগে জালে ঢুকে যায়। যা ৭০ মিনিটে বার্সাকে ৩-৩ সমতায় ফিরিয়ে আনে।

আর কোনো গোল না হওয়ায় প্রথম লেগ ৩-৩ গোলে শেষ হয়। সান সিরোতে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য ফিরতি লেগে এখন সব নির্ধারিত হবে। যেখানে বিজয়ী দল ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল বা পিএসজির বিপক্ষে।