০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
মে দিবসের আলোচনায় রুহুল কবীর রিজভী

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে প্রয়োজন নির্বাচিত সরকার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদলের সমাবেশে বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় তিনি এসব কথা বলেন। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্রমিকদের নিয়ে এ সমাবেশ হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ওসামা বিন লাদেনের খালাতো বোন শেখ হাসিনা। তার নামে ২২৭টি মামলা। এই মামলা নিয়ে তিনি ভারতে পলাতক রয়েছেন আর সেখান থেকে লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। শেখ হাসিনার বিচার দ্রুত শেষ করাই এখন সবচেয়ে বড় কাজ। না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সবাইকে ফ্যাসিবাদ দমনের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের লড়াই করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জনগণের সমর্থিত সরকারপ্রধান। আপনি নির্বাচিত সরকারের প্রধান নন। এজন্য সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। অনতিবিলম্বে নির্বাচন দিন। মানবতার করিডর খোলার চিন্তা বাদ দেন।

মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।

সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ফজলুল হক অ্যাভিনিউ থেকে চকবাজার হয়ে গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে এসে শেষ হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মে দিবসের আলোচনায় রুহুল কবীর রিজভী

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে প্রয়োজন নির্বাচিত সরকার

আপডেট সময় ০৪:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

দেশে নির্বাচিত সরকার না থাকায় ফের ফ্যাসিবাদ মাথাচড়া দিয়ে উঠতে শুরু করেছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করতে হলে এখন দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।

বরিশাল জেলা ও মহানগর শ্রমিকদলের সমাবেশে বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টায় তিনি এসব কথা বলেন। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্রমিকদের নিয়ে এ সমাবেশ হয়।

রুহুল কবীর রিজভী বলেন, ওসামা বিন লাদেনের খালাতো বোন শেখ হাসিনা। তার নামে ২২৭টি মামলা। এই মামলা নিয়ে তিনি ভারতে পলাতক রয়েছেন আর সেখান থেকে লাদেনের মতো ভিডিও বার্তা দিচ্ছেন। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। শেখ হাসিনার বিচার দ্রুত শেষ করাই এখন সবচেয়ে বড় কাজ। না হলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সবাইকে ফ্যাসিবাদ দমনের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের লড়াই করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি জনগণের সমর্থিত সরকারপ্রধান। আপনি নির্বাচিত সরকারের প্রধান নন। এজন্য সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার নেই। অনতিবিলম্বে নির্বাচন দিন। মানবতার করিডর খোলার চিন্তা বাদ দেন।

মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপির জাতীয় কমিটির সদস্য হাসান মামুন প্রমুখ।

সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ফজলুল হক অ্যাভিনিউ থেকে চকবাজার হয়ে গির্জা মহল্লা হয়ে টাউন হলের সামনে এসে শেষ হয়।