ধর্মেন্দ্রর কাছে ৮৯ বছর একটি সংখ্যা মাত্র!

- আপডেট সময় ০২:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্র কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। একটার পর এটা ভিডিও পোস্ট করছেন তিনি। অধিকাংশ ছবিতেই তাকে দেখা যাচ্ছে সুইমিংপুলের পানিতে। হঠাৎ করে সুইমিংপুলে এতো নামছেন কেন অভিনেতা? বলিউড তারকারা নিজেদের ফিট রাখার জন্য নানান ধরনের কাজ করেন। তাদের মধ্যে কেউ কেউ জিমে যান। আবার কেউবা জুম্বা ক্লাসে যোগদান করেন। তবে বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে পা দিলেও নিজেকে ফিট রাখার জন্য অনেক কিছু করেন।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতার ব্যায়ামের অনেক ভিডিও শেয়ার করা হয়েছে। সম্প্রতি, তার অ্যাকাউন্টে কিছু ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে তাকে সুইমিং পুলে ব্যায়াম করতে দেখা যাচ্ছে।
একজন প্রশিক্ষক ধর্মেন্দ্রকে এসব ব্যায়াম করার জন্য তালিম দিচ্ছেন। তিনি সেই প্রশিক্ষককেও ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘তেরি মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে শেষবার তাকে বড় পর্দায় দেখা গিয়েছে। তার আগে ২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে।
এই ছবির একটি দৃশ্যে অভিনেত্রী শাবানা আজমিকে চুমু খেয়ে আলোচনায় উঠে আসেন তিনি।