০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫

অভিনেত্রী শাওন-জায়েদ খানসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ওপর হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জায়েদ খানসহ ২০১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদির অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাইফুদ্দিন গুরুতর আহত হন। বাদীর দাবি, ওই ঘটনায় জড়িতরা সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতাকে উসকে দিয়েছে। মামলার তালিকায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল , ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ দলটির বেশির ভাগ নেতাদের মামলার আসামি করা হয়েছে।

আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের পাশাপাশি আহত শিক্ষার্থীর মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন: মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবা, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক আবেদ খান, সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেন, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সাবেক প্রধান মোজাম্মেল হক, সাংবাদিক মুন্নি সাহা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি ও ফারজানা রুপা।

এ ছাড়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরবিদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মিহির লাল সাহা এবং অধ্যাপক ও লেখক জাফর ইকবাল, মামলায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক জেলা জজ হেলাল চৌধুরীকে আসামি করা হয়েছে।

বাদী এম এ হাশেম রাজু জানান, আন্দোলনরত ছাত্রদের ওপর সহিংসতা উসকে দিতে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদ্গার করেছে। তিনি ন্যায়বিচার চেয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী শাহবাগ থানা এখন তদন্ত শুরু করবে। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অভিনেত্রী শাওন-জায়েদ খানসহ ২০১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আপডেট সময় ০২:৩৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ওপর হত্যাচেষ্টার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জায়েদ খানসহ ২০১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদির অভিযোগ অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাইফুদ্দিন গুরুতর আহত হন। বাদীর দাবি, ওই ঘটনায় জড়িতরা সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতাকে উসকে দিয়েছে। মামলার তালিকায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল , ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ দলটির বেশির ভাগ নেতাদের মামলার আসামি করা হয়েছে।

আদালত শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের পাশাপাশি আহত শিক্ষার্থীর মেডিকেল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন: মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, রিয়াজ, ফেরদৌস, আশনা হাবীব ভাবনা, সাজু খাদেম, জায়েদ খান, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুনা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার ও সোহানা সাবা, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক আবেদ খান, সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেন, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সাবেক প্রধান মোজাম্মেল হক, সাংবাদিক মুন্নি সাহা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি ও ফারজানা রুপা।

এ ছাড়া মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরবিদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মিহির লাল সাহা এবং অধ্যাপক ও লেখক জাফর ইকবাল, মামলায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার, গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক জেলা জজ হেলাল চৌধুরীকে আসামি করা হয়েছে।

বাদী এম এ হাশেম রাজু জানান, আন্দোলনরত ছাত্রদের ওপর সহিংসতা উসকে দিতে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষোদ্গার করেছে। তিনি ন্যায়বিচার চেয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী শাহবাগ থানা এখন তদন্ত শুরু করবে। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।