নলছিটিতে অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার ধাক্কায় দুজনের মৃত্যু

- আপডেট সময় ০৭:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটি উপজেলায় থেমে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয় মাহিন্দ্র। এতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুজন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাসেম হাওলাদার (৭০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার চামটা কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও মোহাম্মদ শামীম (৫০) ফলাঘর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মাহিন্দ্রা ধাক্কা দিলে চালক ছিটকে খাদে পড়ে যান। এতে মাহিন্দ্রার সব যাত্রী আহত হন। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অন্য আহতদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটা আমাদের হেফাজতে রয়েছে।