০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

দ্রুততম দুই সেঞ্চুরি করে নতুন তারকা হিসেবে আবির্ভূত জাওয়াদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবে কী জাওয়াদ আবরার আবির্ভূত হতে যাচ্ছেন? নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজরে এসেছিলেন। এবার শ্রীলঙ্কা সফরে গিয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রেকর্ডই গড়ে ফেললেন এই যুবা। জাওয়াদ শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন। যার সবশেষটি এসেছে

শনিবার (৩ মে) কলম্বো ক্রিকেট ক্লাবে, চতুর্থ যুব ওয়ানডেতে। এতে করে আবরার বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ডানহাতি এই ওপেনার আট ইনিংসেই এখন দুই সেঞ্চুরির মালিক।

আরিফুল ইসলাম ১৫ ইনিংসে দুই সেঞ্চুরি করে এতোদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ ইনিংস, অমিত মজুমদার ১৭ আর পিনাক ঘোষ ২১ ইনিংসে দুই সেঞ্চুরি করে সেরা পাঁচে আছেন।

আজ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর তিন ছক্কায় ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন আবরার। যে ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে আট উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

আবরার এক ম্যাচ আগেই এই লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ছয় ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ে তার ছিল ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

যেভাবে এগোচ্ছেন, তাতে আবরারের মধ্যে নতুন তারকা হওয়ার সব রসদ দেখা যাচ্ছে। এখন নিজেকে ধরে রাখতে পারলেই হয়!

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দ্রুততম দুই সেঞ্চুরি করে নতুন তারকা হিসেবে আবির্ভূত জাওয়াদ

আপডেট সময় ০৫:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবে কী জাওয়াদ আবরার আবির্ভূত হতে যাচ্ছেন? নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজরে এসেছিলেন। এবার শ্রীলঙ্কা সফরে গিয়ে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে রেকর্ডই গড়ে ফেললেন এই যুবা। জাওয়াদ শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন। যার সবশেষটি এসেছে

শনিবার (৩ মে) কলম্বো ক্রিকেট ক্লাবে, চতুর্থ যুব ওয়ানডেতে। এতে করে আবরার বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ডানহাতি এই ওপেনার আট ইনিংসেই এখন দুই সেঞ্চুরির মালিক।

আরিফুল ইসলাম ১৫ ইনিংসে দুই সেঞ্চুরি করে এতোদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ ইনিংস, অমিত মজুমদার ১৭ আর পিনাক ঘোষ ২১ ইনিংসে দুই সেঞ্চুরি করে সেরা পাঁচে আছেন।

আজ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর তিন ছক্কায় ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন আবরার। যে ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে আট উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

আবরার এক ম্যাচ আগেই এই লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ছয় ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ে তার ছিল ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

যেভাবে এগোচ্ছেন, তাতে আবরারের মধ্যে নতুন তারকা হওয়ার সব রসদ দেখা যাচ্ছে। এখন নিজেকে ধরে রাখতে পারলেই হয়!