০২:২৯ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫

এবার শূন্য রানে আউট হয়ে মুদ্রার অপর পিঠ দেখলেন সূর্যবংশী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

বৈভব সূর্যবংশী। মাত্র কদিন আগেই গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। পরের ম্যাচেই মুদ্রার অপর পিঠটাও দেখে ফেললেন ১৪ বছর বয়সী কিশোর। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার (১ মে) রানের খাতাই খুলতে পারলেন না সূর্যবংশী। তিনি সাজঘরে ফিরেছেন মাত্র ২ বল খেলে শুন্য রান করে। প্রথম ওভারেই তাকে আউট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার দীপক চাহার।

বৈভব সূর্যবংশী বুঝতেই পারেননি দীপক চাহারের দুর্দান্ত লেন্থ ডেলিভারি। দ্বিতীয় বলেই উইল জ্যাকসের হাতে ধরা পড়েন তিনি। গত ম্যাচে সেঞ্চুরি করে হিরো হয়েছিলেন, এবার ডুবলেন হতাশায়।

দীপক চাহার সূর্যবংশীর শক্তিরই সদ্ব্যবহার করেন। আসলে, বৈভব সূর্যবংশী ফুল পিচ বল জোরে মারে এবং দীপক চাহার খুব চালাকির সঙ্গে বলটি অনেক আগে ফেলেছিল। সূর্যবংশী লেন্থ বিচার করলেও, বলটি মারার সময়ে উচ্চতা বুঝতে ব্যর্থ হয়, ফলস্বরূপ বলটি সরাসরি মিড-অনে দাঁড়িয়ে থাকা উইল জ্যাকসের হাতে চলে যায়।

আউট হওয়ার পর খুব হতাশ দেখাচ্ছিল সূর্যবংশীকে। তার মুখে কান্নার ছাপ ছিল। বৈভব ইনিংসের শুরুতে আউট হওয়ার পরেই বিস্ময়করভাবে স্টেডিয়ামে এক নীরবতা নেমে এসেছিল। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যিনি গত ম্যাচে বৈভবের সেঞ্চুরি উদযাপন করেছিলেন হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, ডাগআউটে তাকেও বেশ হতাশ দেখাচ্ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবার শূন্য রানে আউট হয়ে মুদ্রার অপর পিঠ দেখলেন সূর্যবংশী

আপডেট সময় ০২:১৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

বৈভব সূর্যবংশী। মাত্র কদিন আগেই গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন। পরের ম্যাচেই মুদ্রার অপর পিঠটাও দেখে ফেললেন ১৪ বছর বয়সী কিশোর। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবার (১ মে) রানের খাতাই খুলতে পারলেন না সূর্যবংশী। তিনি সাজঘরে ফিরেছেন মাত্র ২ বল খেলে শুন্য রান করে। প্রথম ওভারেই তাকে আউট করেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার দীপক চাহার।

বৈভব সূর্যবংশী বুঝতেই পারেননি দীপক চাহারের দুর্দান্ত লেন্থ ডেলিভারি। দ্বিতীয় বলেই উইল জ্যাকসের হাতে ধরা পড়েন তিনি। গত ম্যাচে সেঞ্চুরি করে হিরো হয়েছিলেন, এবার ডুবলেন হতাশায়।

দীপক চাহার সূর্যবংশীর শক্তিরই সদ্ব্যবহার করেন। আসলে, বৈভব সূর্যবংশী ফুল পিচ বল জোরে মারে এবং দীপক চাহার খুব চালাকির সঙ্গে বলটি অনেক আগে ফেলেছিল। সূর্যবংশী লেন্থ বিচার করলেও, বলটি মারার সময়ে উচ্চতা বুঝতে ব্যর্থ হয়, ফলস্বরূপ বলটি সরাসরি মিড-অনে দাঁড়িয়ে থাকা উইল জ্যাকসের হাতে চলে যায়।

আউট হওয়ার পর খুব হতাশ দেখাচ্ছিল সূর্যবংশীকে। তার মুখে কান্নার ছাপ ছিল। বৈভব ইনিংসের শুরুতে আউট হওয়ার পরেই বিস্ময়করভাবে স্টেডিয়ামে এক নীরবতা নেমে এসেছিল। রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, যিনি গত ম্যাচে বৈভবের সেঞ্চুরি উদযাপন করেছিলেন হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, ডাগআউটে তাকেও বেশ হতাশ দেখাচ্ছিল।