তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম
গণমাধ্যরের স্বাধীনতা সূচকে ভারতের চেয়ে দুই দাফ এগিয়ে বাংলাদেশ

- আপডেট সময় ১২:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক বছরে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বলেছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’র ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে শুক্রবার (২ মে) এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। এমনকি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনও। সরকারের পক্ষ থেকে টেলিফোন করে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা হচ্ছে না। সরকার ইতোমধ্যে দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে।
মাহফুজ আলম বলেন, অতি শিগগিরই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে আগামী বছরের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে। দেশের সাংবাদিক ও গণমাধ্যম-সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে।
গত ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে প্যারিসভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ -এর ওয়েবসাইটে প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স, ২০২৫-এ ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’ -এর প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১ নম্বর। যা গত বছর (২০২৪) ছিল ২৭ দশমিক ৬৪।
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৪৪ ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, এ বছর মুক্ত গণমাধ্যম সূচকে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান বাংলাদেশের দুই ধাপ নিচে (১৫১তম)।