০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

বজ্রপাত নিয়ে আবহাওয়া অফিসের ১০ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সাত জেলায় শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ বৃষ্টির আভাস রয়েছে সব বিভাগে । বৃষ্টিপাত বেশি হতে পারে দেশের ১৪টি অঞ্চলে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অফিস ১০টি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো:

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বজ্রপাত নিয়ে আবহাওয়া অফিসের ১০ পরামর্শ

আপডেট সময় ০৪:৪১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের সাত জেলায় শনিবার (৩ মে) দুপুর পৌনে ১২টা থেকে পরবর্তী দুই থেকে চার ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় শনিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এই বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ বৃষ্টির আভাস রয়েছে সব বিভাগে । বৃষ্টিপাত বেশি হতে পারে দেশের ১৪টি অঞ্চলে। তবে এই সাত অঞ্চলে বজ্রপাতের একটা শঙ্কা রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অফিস ১০টি পরামর্শ দিয়েছে। সেগুলো হলো:

১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
২. জানালা ও দরজা বন্ধ রাখুন।
৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
৪. নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
৫. গাছের নিচে আশ্রয় নেবেন না।
৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন।
৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
১০. শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।