‘এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল’ দর্শককে একথা বলে বিপাকে সনু

- আপডেট সময় ০৫:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ভারতের জনপ্রিয় গায়ক সনু নিগমের সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুর একটি কলেজে অনুষ্ঠান ছিল। এ সময় তিনি এক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন। গায়কের দাবি, এক ছাত্র কন্নড় ভাষায় গান গাননি বলে তার সঙ্গে দুর্ব্যবহার করে। আর এতে রেগে আগুন গায়ক। বলে ওঠেন, এই কারণে পেহেলগামে হামলা হয়েছিল।
কিন্তু এই মন্তব্য যে সনু নিগমকে আইনি বিপদে ফেলবে তা হয়তো জানা ছিলো না কারো। গায়কের বিরুদ্ধে কনসার্টে পেহেলগাম ইস্যু নিয়ে মন্তব্য করায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেখানে তোলা হয়েছে, দর্শকের কন্নড় গান গাওয়ার অনুরোধের জবাবে সনু পেহেলগামের জঙ্গি হামলার তুলনা টানেন। সেই জবাবের কারণেই তৈরি হয় বিতর্ক। তার জেরেই অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, সনু নিগমের বিরুদ্ধে শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগের ধারায় এফআইআর দায়ের হয়েছে। এছাড়াও গায়ক কন্নড় ভাষাকে অপমান করেছেন। এমনও অভিযোগ করেছেন সমালোচকরা।
ব্যাঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজে পারফর্ম্যান্স ছিল সনু নিগমের। অভিযোগ, কিংবদন্তি গায়ক সেই শো চলাকালে এক শ্রোতার আবদারে মেজাজ হারান। এমনকি তাকে খুব বকাঝকাও করেন তনি। জানা যায়, সেদিনের শোয়-এ তিনি পরপর বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান গাইছিলেন। হঠাৎই এক ছাত্র তাকে কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো হুমকি দেন। আর এই ব্যবহার মানতে পারেননি গায়ক। রেগে গিয়ে এই মন্তব্যের প্রতিক্রিয়া দেন সনু। গায়কের স্টেজ থেকে দেওয়া সেই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।