নাইক্ষ্যাংছড়িতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

- আপডেট সময় ০৩:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সীমান্তের বাইশফাঁড়ীর তুইঙ্গাঝিরি বিওপির কাছাকাছি ৩৯ নম্বর পিলার সংলগ্ন মিয়ানমারের ভেতরে শুক্রবার (২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। আহত যুবকের মনসুর আহমেদ (২৬)। তিনি কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সময় সীমান্ত এলাকা থেকে কাঠ ও বাঁশ সংগ্রহ করে থাকেন মনসুর। শুক্রবারও তিনি বাঁশ সংগ্রহ করতে গেলে একপর্যায়ে মিয়ানমারের ভেতরে চলে যান। সেখানে আগে থেকে আরাকান আর্মির পুতে রাখা মাইন বিস্ফোরণের কবলে পড়েন। এতে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।