০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। অনেকদিন ধরে ব্যক্তিগত কিছু কারণে ক্যামেরার বাইরেও তিনি। তার বড় বাজেটের দুটি সিনেমা সামনেই আসছে। এছাড়াও ওয়েব ফিল্মের একটি কাজও হাতে আছে তার। সেখানে নায়িকাকে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি।

মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।

নায়িকা জানালেন, তিনি উটের দুধ আমদানি করবেন সংযুক্ত আরব আমিরাত থেকে। মিষ্টি জান্নাতের কথায়, দুবাই থেকে উটের দুধ বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন। এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন মিষ্টি জান্নাত

আপডেট সময় ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। অনেকদিন ধরে ব্যক্তিগত কিছু কারণে ক্যামেরার বাইরেও তিনি। তার বড় বাজেটের দুটি সিনেমা সামনেই আসছে। এছাড়াও ওয়েব ফিল্মের একটি কাজও হাতে আছে তার। সেখানে নায়িকাকে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি।

মিষ্টি জান্নাত বলেন, আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।

নায়িকা জানালেন, তিনি উটের দুধ আমদানি করবেন সংযুক্ত আরব আমিরাত থেকে। মিষ্টি জান্নাতের কথায়, দুবাই থেকে উটের দুধ বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন। এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।

মিষ্টি জান্নাত ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।