ভারতকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার হুমকি পাকিস্তানের

- আপডেট সময় ১২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একইসঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যেকোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকারও করেছে তারা।- খবর জিও নিউজের
সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডারর্স কনফারেন্স (সিসিসি)-এর পর এই ঘোষণা দেওয়া হয়।
পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকার অঙ্গীকার করেন বৈঠকে অংশগ্রহণকারী শীর্ষ সেনা কর্মকর্তারা।
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুক হামলার পর ভারত ইসলামাবাদকে দোষারোপ করছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। উত্তেজনা আরও বাড়িয়ে ভারত ইতোমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল, এবং ওয়াগা সীমান্ত বন্ধসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রতিউত্তরে পাকিস্তানও ভারতীয়দের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করার মতো পাল্টা ব্যবস্থা নিয়েছে।
সিসিসি বৈঠকে ভূরাজনৈতিক পরিবেশ, পাকিস্তান-ভারত চলমান উত্তেজনা, এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
দেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, মনোবল এবং অপারেশনাল প্রস্তুতির ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান আসিম মুনির। তিনি সব সীমান্তে উচ্চ সতর্কতা ও কার্যকর প্রস্তুতি জোরদারের তাগিদ দেন।
এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সৃষ্ট উত্তেজনা।