সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত ইসলামের মহাসমাবেশ চলছে

- আপডেট সময় ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশ করছে দলটি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (৩ মে) সকাল ৯টায় এ সমাবেশ শুরু হয়। মহাসমাবেশ দুপুর একটা পর্যন্ত চলবে। তবে সমাবেশ শুরুর আগেই সকাল থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
হেফাজত ইসলাম সূত্রে জানা গেছে, মহাসমাবেশ সফল করতে শুধু ঢাকা, চট্টগ্রাম নয় দেশের সব জেলা, উপজেলা থেকে লাখো মানুষ অংশগ্রহণ করেছেন। এর মধ্যে মহাসমাবেশে যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকেই আসা অর্ধলক্ষাধিক নেতাকর্মী। হেফাজতের নেতারা একেক করে বক্তব্য দিচ্ছেন।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধ, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, নারীবিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার।
গতকাল শুক্রবার (২ মে) হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন,
মৃত্যুভয় উপেক্ষা করে আমাদের অনেক মা-বোন তাদের সন্তান ও ভাইয়েরা জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিলেন। রাষ্ট্র সংস্কারে তাদেরও হক রয়েছে। কিন্তু তারা ঔপনিবেশিক মানসিকতা ও পশ্চিমা এজেন্ডা নিয়ে নারীবাদী কমিশন গঠন করে ইসলামবিরোধী প্রতিবেদন তৈরি করেছে। এরা এ দেশের ধর্মপ্রাণ বৃহত্তর নারীসমাজের শত্রু। কথিত নারীবিষয়ক সংস্কার কমিশন যৌনকর্মীকে ‘শ্রমিক’-এর মর্যাদা দেওয়ার প্রস্তাব করে মূলত নারীর মর্যাদাহানি করেছে।