০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / ৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কে বিদ্যুতের ভাঙ্গা খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের বড়জুরা গ্রামে শুক্রবার (২ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফুটবলারের নাম তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া (২৫)। একই গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি ময়মনসিংহ মোহামেডান ক্লাবের ও স্থানীয় আব্দুল হালিম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার ছিলেন। এলাকায় উদীয়মান ফুটবলার হিসেবে পরিচিত।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তাইজুল ইসলাম দুপুর দেড়টার দিকে নিজেদের জমির ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছিল। এসময় সড়কের পাশে অস্থায়ী বিদ্যুতের ভাঙ্গা খুঁটির তারের সঙ্গে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ করেনি তাইজুল ইসলামের পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈশ্বরগঞ্জে সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:৩৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কে বিদ্যুতের ভাঙ্গা খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফুটবলারের মৃত্যু হয়েছে। উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের বড়জুরা গ্রামে শুক্রবার (২ মে) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফুটবলারের নাম তাইজুল ইসলাম ওরফে বাবু মিয়া (২৫)। একই গ্রামের আ. সাত্তারের ছেলে। তিনি ময়মনসিংহ মোহামেডান ক্লাবের ও স্থানীয় আব্দুল হালিম ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার ছিলেন। এলাকায় উদীয়মান ফুটবলার হিসেবে পরিচিত।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, তাইজুল ইসলাম দুপুর দেড়টার দিকে নিজেদের জমির ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছিল। এসময় সড়কের পাশে অস্থায়ী বিদ্যুতের ভাঙ্গা খুঁটির তারের সঙ্গে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ করেনি তাইজুল ইসলামের পরিবার। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।