ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

বানিয়াচংয়ে গরুর খড় খাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ২৫২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (৫ মে) দুপুরে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু প্রতিবেশী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টেঁটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠিয়ে দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বানিয়াচংয়ে গরুর খড় খাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড

আপডেট সময় ০৭:২৩:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে টেঁটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার (৫ মে) দুপুরে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

স্থানীয়রা জানান, সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু প্রতিবেশী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টেঁটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকায় পাঠিয়ে দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।