ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ২৫১ বার পড়া হয়েছে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে রবিবার (৪ মে) মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম শহিজল হক (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে শহিজল হক উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যান। এ সময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সওদাগর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৭:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে রবিবার (৪ মে) মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম শহিজল হক (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে শহিজল হক উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যান। এ সময় প্রজেক্টের সেচ পাম্পের সঙ্গে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে সওদাগর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।