ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

    পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার বৈঠক

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৫:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৫ বার পড়া হয়েছে

    পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের পিএম হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    সাক্ষাতে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আন্তরিক আকাঙ্ক্ষাকে স্বাগত জানান।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লেখা চিঠিতে সম্প্রতি পাকিস্তানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, শেহবাজ শরিফের সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।

    বৈঠকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে দুই দেশের শিক্ষার্থী বিনিময় ও বৃত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। ইতোমধ্যে পাকিস্তানের ফেডারেল সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনার্স থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য ৫০০টি বৃত্তি মঞ্জুর করেছে।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার, ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন প্রমুখ।

    নিউজটি শেয়ার করুন

    পাকিস্তানের প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টার বৈঠক

    আপডেট সময় ০৫:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

    পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদের পিএম হাউজে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককালে ধর্ম উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের একটি চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    সাক্ষাতে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নিউইয়র্ক ও কায়রোতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য দূরীকরণে অসামান্য অবদানের প্রশংসা করেন। একইসঙ্গে পাকিস্তান–বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আন্তরিক আকাঙ্ক্ষাকে স্বাগত জানান।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লেখা চিঠিতে সম্প্রতি পাকিস্তানে নজিরবিহীন বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণ ও নিহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। চিঠিতে তিনি আশা প্রকাশ করেন, শেহবাজ শরিফের সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।

    বৈঠকে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল দ্রুত পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা বিষয়ে দুই দেশের শিক্ষার্থী বিনিময় ও বৃত্তি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। ইতোমধ্যে পাকিস্তানের ফেডারেল সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনার্স থেকে পিএইচডি পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য ৫০০টি বৃত্তি মঞ্জুর করেছে।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতা তারার, ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ এবং শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন প্রমুখ।