০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সিলেটে বাটা শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর-লুটপাট: ৩ জন আটক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ৩৬ বার পড়া হয়েছে

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সিলেটে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে কয়েকটি বাটা জুতার শো-রুম এবং একটি কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

আটককৃতরা হলেন: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. রাজন (২০), সুনামগঞ্জ শহরের হাসন নগরের মো. ইমন (১৯) এবং সিলেটের কাজীটুলার মো. রাকিববুল ইসলাম (১৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সিলেট মহানগর বিএনপি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েছ এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে বলেন, “প্রতিবাদের ভাষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু লোক সিলেটের সুনাম ক্ষুণ্ন করছে।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার পর থেকে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকার অধিকাংশ শপিংমল ও দোকানের ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ রেখেছেন। পুলিশ মহাপরিদর্শক এই ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটে বাটা শো-রুম ও কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর-লুটপাট: ৩ জন আটক

আপডেট সময় ০৯:৫০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার সিলেটে বের হওয়া বিক্ষোভ মিছিল শেষে কয়েকটি বাটা জুতার শো-রুম এবং একটি কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।

আটককৃতরা হলেন: সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. রাজন (২০), সুনামগঞ্জ শহরের হাসন নগরের মো. ইমন (১৯) এবং সিলেটের কাজীটুলার মো. রাকিববুল ইসলাম (১৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, সিলেট মহানগর বিএনপি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েছ এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে বলেন, “প্রতিবাদের ভাষাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কিছু লোক সিলেটের সুনাম ক্ষুণ্ন করছে।” তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

হামলার পর থেকে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার, বন্দরবাজার ও আম্বরখানা এলাকার অধিকাংশ শপিংমল ও দোকানের ব্যবসায়ীরা আতঙ্কে দোকান বন্ধ রেখেছেন। পুলিশ মহাপরিদর্শক এই ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।