চার্লি কার্ক হত্যায় ট্রাম্পের শোক ও ক্ষোভ, আমেরিকার জন্য অন্ধকার মুহূর্ত

- আপডেট সময় ১২:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৭ বার পড়া হয়েছে
চার্লি কার্ক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, চার্লি লাখ লাখ তরুণকে উজ্জীবিত করতেন। যারা তাকে ভালোবাসতেন, তারা আজ তার হত্যাকাণ্ডে শোকাহত এবং আতঙ্কিত। তিনি বলেন, “চার্লি একজন প্রকৃত দেশপ্রেমিক ছিলেন। তিনি তরুণদের সঙ্গে উন্মুক্ত বিতর্ক করতেন, সত্যবাদী এবং স্বাধীনচেতা ছিলেন। তরুণদের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যেত না যে তাকে সম্মান করত না।”
ট্রাম্প আরও যোগ করেন, “চার্লি একজন গভীর বিশ্বাসী মানুষ ছিলেন। আমরা এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি যে তিনি ঈশ্বরের কাছে শান্তিতে রয়েছেন। আমি প্রার্থনা করছি, এই কঠিন পরিস্থিতিতে ঈশ্বর যেন তার স্ত্রী ও সন্তানদের ভালো রাখেন।”
তিনি এ হত্যাকাণ্ডকে আমেরিকার জন্য একটি অন্ধকার মুহূর্ত বলে উল্লেখ করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় চার্লি কার্ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। প্রায় তিন হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে তাদের মধ্যে একজনের বিরুদ্ধে বিচারকার্যে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হামলার সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।
অভিযুক্ত হামলাকারীকে খুঁজতে পুরো ক্যাম্পাসজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল সন্দেহভাজন পুলিশের হেফাজতে আছে, পরে সেটি প্রত্যাহার করা হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা টহল শুরু করেন। বর্তমানে কাউকেই ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।