০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

পরকীয়ায় স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

নাটোর, ১২ এপ্রিল ২০২৫: নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ধাক্কা সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন যুবক নাঈম হোসেন (২০) ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামে। নিহত নাঈম ওই গ্রামের আবু বক্কার বাবুলের ছোট ছেলে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজের শয়নকক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গাঁড়াবাড়ি গ্রামের নাঈমের সঙ্গে বিয়াশ গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়ার (১৮) বিয়ে হয়।

কিন্তু গত ১১ এপ্রিল রাতে বারুহাসের মেলায় গিয়ে সাদিয়া একই গ্রামের আ. রহমানের ছেলে সেলিমের (২০) সঙ্গে পালিয়ে যান। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম। মনের দুঃখে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে জীবন শেষ করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, “আমরা সকালে খবর পাই যে নাঈম গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হয়, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে মেডিকেলে রাখা আছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন ঘটনা তাদের গ্রামে আগে কখনো ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরকীয়ায় স্ত্রী পালালেন প্রেমিকের সঙ্গে, স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ১০:৩৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

নাটোর, ১২ এপ্রিল ২০২৫: নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রীর পরকীয়া সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ধাক্কা সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন যুবক নাঈম হোসেন (২০) ।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাঁড়াবাড়ি গ্রামে। নিহত নাঈম ওই গ্রামের আবু বক্কার বাবুলের ছোট ছেলে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজের শয়নকক্ষে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় তিনি মারা যান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে গাঁড়াবাড়ি গ্রামের নাঈমের সঙ্গে বিয়াশ গ্রামের নজরুল ইসলামের মেয়ে সাদিয়ার (১৮) বিয়ে হয়।

কিন্তু গত ১১ এপ্রিল রাতে বারুহাসের মেলায় গিয়ে সাদিয়া একই গ্রামের আ. রহমানের ছেলে সেলিমের (২০) সঙ্গে পালিয়ে যান। এ খবর জানার পর মানসিকভাবে ভেঙে পড়েন নাঈম। মনের দুঃখে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে জীবন শেষ করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, “আমরা সকালে খবর পাই যে নাঈম গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তাকে চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হয়, কিন্তু সেখানে তার মৃত্যু হয়। লাশ বর্তমানে মেডিকেলে রাখা আছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন ঘটনা তাদের গ্রামে আগে কখনো ঘটেনি।