০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রোডম্যাপের সন্ধানে বিএনপি, বুধবার ইউনূসের মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিবসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা আগামী বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং মঙ্গলবার (১৫ এপ্রিল) এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এছাড়াও, বিএনপি আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও একটি বৈঠক করবে বলে জানা গেছে।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সময় চেয়েছিল। তিনি আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্যই ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে এবং এই আলোচনার পরই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। সালাহউদ্দিন আহমেদ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রোডম্যাপের সন্ধানে বিএনপি, বুধবার ইউনূসের মুখোমুখি

আপডেট সময় ০১:৪২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির মহাসচিবসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা আগামী বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং মঙ্গলবার (১৫ এপ্রিল) এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিএনপি মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

এছাড়াও, বিএনপি আগামী বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও একটি বৈঠক করবে বলে জানা গেছে।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সময় চেয়েছিল। তিনি আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্যই ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে এবং এই আলোচনার পরই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। সালাহউদ্দিন আহমেদ নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।