চাকা পাল্টানোর সময় ট্রাকের নিচে চাপা পড়েন চালক ও হেলপার

- আপডেট সময় ০৩:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে চাকা পাল্টানোর সময় লিভার (জগ) স্লিপ করলে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন চালক ও হেলপার। এতে মৃত্যুবরণ করেন হেলপার হেলপার আশরাফুল ইসলাম (৪৫)। আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,
ঝিনাইদহ যাচ্ছিল সারবোঝাই ট্রাকটি। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকের পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক ও হেলপার মিলে চাকা মেরামতের কাজ শুরু করেন।
এরই একপর্যায়ে ট্রাকটি চাকা পাল্টানোর লিভার ফসকে উল্টে যায় । এতে ট্রাকের নিচে চাপা পড়েন দুজন। এ সময় আশরাফুল সেখানেই মারা যান। পরে অনেক চেষ্টার পর স্থানীয়রা আশরাফুলের মরদেহ উদ্ধার করতে পারে। আর আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নামপরিচয় পাওয়া যায়নি। ওসি আরও জানান, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।