০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী ৯ দিন পর মুক্তি পেলেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী খাগড়াছড়িতে অপহরণের নয় দিন পর মুক্তি পেয়েছেন। গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। বুধবার রাতে অপহরণকারীরা তাদের মুক্তি দেয়।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক বিবৃতিতে জানায়, জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে। তবে মুক্তির সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলার দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো।

পিসিপি তাদের বিবৃতিতে এই অপহরণের দায় ইউপিডিএফ নেতা প্রসিত খীসার গোষ্ঠীর উপর চাপিয়েছে। অপহৃতদের উদ্ধারে সহায়তার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

গত সপ্তাহে এই ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ হয়। শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীরা তাদের দ্রুত মুক্তির দাবিতে আন্দোলন করছিলেন। এখন পর্যন্ত অপহরণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।

পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে এমন অপহরণের ঘটনা ঘটলেও এবার মুক্তিপণের কোনো দাবি না করায় ঘটনাটি আলাদা। স্থানীয়রা জানান, সাধারণত মুক্তিপণ আদায়ের জন্যই এসব অপহরণ করা হয়। তবে এবারের ঘটনায় সেই রকম কিছু ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী ৯ দিন পর মুক্তি পেলেন

আপডেট সময় ০৫:৩১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী খাগড়াছড়িতে অপহরণের নয় দিন পর মুক্তি পেয়েছেন। গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়েছিল। বুধবার রাতে অপহরণকারীরা তাদের মুক্তি দেয়।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক বিবৃতিতে জানায়, জনরোষের মুখে পড়ে অপহরণকারীরা শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে। তবে মুক্তির সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলার দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো।

পিসিপি তাদের বিবৃতিতে এই অপহরণের দায় ইউপিডিএফ নেতা প্রসিত খীসার গোষ্ঠীর উপর চাপিয়েছে। অপহৃতদের উদ্ধারে সহায়তার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

গত সপ্তাহে এই ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ হয়। শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীরা তাদের দ্রুত মুক্তির দাবিতে আন্দোলন করছিলেন। এখন পর্যন্ত অপহরণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা জানা যায়নি।

পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে এমন অপহরণের ঘটনা ঘটলেও এবার মুক্তিপণের কোনো দাবি না করায় ঘটনাটি আলাদা। স্থানীয়রা জানান, সাধারণত মুক্তিপণ আদায়ের জন্যই এসব অপহরণ করা হয়। তবে এবারের ঘটনায় সেই রকম কিছু ঘটেনি।