০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

পিরোজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের তিন ছেলে— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মোটরসাইকেলে করে পাথরঘাটায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীই ঘটনাস্থলে নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। বাসচালক ও সহকারীকে আটক করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ ভাই নিহত

আপডেট সময় ১২:৩৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

মঠবাড়িয়া, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের তিন ছেলে— মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মোটরসাইকেলে করে পাথরঘাটায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীই ঘটনাস্থলে নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে বাসচালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। বাসচালক ও সহকারীকে আটক করতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।