পৃথক মামলায় গ্রেপ্তার আমু, সালমান, দীপু মনি ও শমী কায়সার

- আপডেট সময় ০২:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রাক্তন মন্ত্রী ডা. দীপু মনি এবং অভিনেত্রী শমী কায়সারসহ মোট দশজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
অন্যান্য যাদের গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এদিন সকাল নয়টায় ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় অভিযুক্তদের আনা হয়। এরপর দশটা পনেরো মিনিটে তাদের এজলাসে উপস্থাপন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
আদালতের নথি অনুযায়ী, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ডা. দীপু মনি, শহীদুল হক, হাজী সেলিম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেনন, ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান এবং উত্তরা পূর্ব থানার জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে মঞ্জুরুল আলম জিসান (১৯) নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. তাজউদ্দিন (৬৬) গত বছরের ১৯ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।