দুদকের দরবারে হাসনাত-সারজিস
দুদকে এনসিপির অভিযোগ, গোপন খামে কার নাম?

- আপডেট সময় ০৬:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গুরুত্বপূর্ণ নেতা – উত্তরবঙ্গের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম – আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করার সময় সাংবাদিকরা তাদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চান। তবে এনসিপির এই দুই নেতা অভিযোগের বিষয়বস্তু এবং অভিযুক্তদের নাম প্রকাশে স্পষ্টতই অপারগতা জানান।
দুদক থেকে বেরিয়ে আসার পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের মুখোমুখি হন এবং বলেন, “আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছিলাম। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জমা দিয়েছি।”
কিন্তু কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটি অত্যন্ত গোপনীয় বিষয়। এখনই যদি গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া হয়, তাহলে তা আর গোপন থাকবে না। এছাড়াও, অভিযুক্ত ব্যক্তিরা সতর্ক হয়ে যাওয়ার সুযোগ পাবে।”
এনসিপির অন্য নেতা সারজিস আলম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “অতীতে অনেকেই দুদককে ব্যবহার করে নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে। বহু সাধারণ মানুষ অকারণে হয়রানির শিকার হয়েছেন। আমরা এখন আর তেমন কিছু প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, যা আমরা লিখিতভাবে জানিয়েছি। সেই কারণেই আমরা দুদকে এসেছিলাম। এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়।”