০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফের আদালতের নির্দেশ: শেখ হাসিনা পরিবারের আরও ১৬ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সর্বশেষ, বুধবার ঢাকার এক আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা আরও প্রায় ১৬ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে উপপরিচালক মনিরুল ইসলাম উল্লেখ করেন যে, অভিযুক্তরা তাদের ব্যাংক হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ (টাকা) অন্যত্র সরিয়ে ফেলা বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থেই এই হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে যুক্তি দেখানো হয়।

এটি উল্লেখ্য যে, এটি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ অবরুদ্ধ করার প্রথম ঘটনা নয়। এর আগে গত ১১ মার্চ আদালত হাসিনা, রেহানা, জয়, পুতুলসহ পরিবারের ৭ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তাদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ কিছু সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিলেন।

পরবর্তীতে ১৮ মার্চ অপর এক আদেশে তাদের নামের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যেখানে প্রায় ৩৯৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার ৮০৫ টাকা জমা ছিল। আজকের আদেশটি সেই ধারাবাহিকতায় এল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের আদালতের নির্দেশ: শেখ হাসিনা পরিবারের আরও ১৬ কোটি টাকা অবরুদ্ধ

আপডেট সময় ০৭:০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সর্বশেষ, বুধবার ঢাকার এক আদালত শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা আরও প্রায় ১৬ কোটি ১২ লক্ষ ৫০ হাজার টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে উপপরিচালক মনিরুল ইসলাম উল্লেখ করেন যে, অভিযুক্তরা তাদের ব্যাংক হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ (টাকা) অন্যত্র সরিয়ে ফেলা বা হস্তান্তরের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার স্বার্থেই এই হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে যুক্তি দেখানো হয়।

এটি উল্লেখ্য যে, এটি শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পদ অবরুদ্ধ করার প্রথম ঘটনা নয়। এর আগে গত ১১ মার্চ আদালত হাসিনা, রেহানা, জয়, পুতুলসহ পরিবারের ৭ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন এবং তাদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও ধানমন্ডির বাসভবন সুধাসদনসহ কিছু সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছিলেন।

পরবর্তীতে ১৮ মার্চ অপর এক আদেশে তাদের নামের ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, যেখানে প্রায় ৩৯৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার ৮০৫ টাকা জমা ছিল। আজকের আদেশটি সেই ধারাবাহিকতায় এল।