চাকরির প্রলোভনে মৃত্যুফাঁদ: বলাৎকারের জেরে যুবক হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত

- আপডেট সময় ১২:০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় এক মর্মস্পর্শী হত্যাকাণ্ডের পর অভিযুক্ত মাইদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাইদ জানায়, শেরপুরের আল আমীন তাকে চাকরির প্রলোভনে নিজ বাসায় ডেকে নিয়ে রাতে বলাৎকারের চেষ্টা করলে প্রতিরোধে গামছা দিয়ে শ্বাসরোধে আল আমীনকে হত্যা করেন তিনি।
ঘটনাটি গত শনিবার রাতের। পিবিআইয়ের তথ্যমতে, আল আমীন দীর্ঘদিন ধরে পূর্ব চান্দনায় ভাড়াবাসায় থাকতেন এবং পান-সিগারেট ফেরি করে বিক্রি করতেন। স্থানীয় বাসিন্দা মাইদ হোসেনকে চাকরির প্রস্তাব দিয়ে তিনি নিজ বাসায় নিয়ে আসেন।
রাতে একই কক্ষে ঘুমানোর সময় আল আমীন মাইদকে বলাৎকার করতে গেলে সংঘাতের জেরে মাইদ তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন। এরপর লাশ পাশের কক্ষে লুকিয়ে বাড়ি তালাবন্ধ করে পালিয়ে যান মাইদ।
লাশের গন্ধে সোমবার সকালে প্রতিবেশীদের সতর্কতায় পুলিশ আল আমীনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের মা আকলিমা আক্তার হত্যা মামলা দায়ের করলে পিবিআই তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাইদকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই গাজীপুরের সুপার আবুল কালাম আজাদ নিশ্চিত করেন, “অভিযুক্ত আদালতে স্বীকারোক্তি দিয়েছে। অপরাধের পটভূমি ও প্রমাণ বিশ্লেষণে তাকে চিহ্নিত করা হয়।”
উল্লেখ্য, মাইদ হোসেন ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা, আর নিহত আল আমীনের বাড়ি শেরপুরে। পিবিআই জানায়, হত্যার পর মাইদ পূর্ব চান্দনা ছেড়ে পালালেও ডিজিটাল ট্র্যাকিং ও স্থানীয় সূত্রে তার অবস্থান শনাক্ত হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।