জ্যোতির ঝলক! রেকর্ড গড়ে বিশ্বকাপ বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

- আপডেট সময় ০৩:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অসাধারণ সেঞ্চুরির সুবাদে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান তোলে নিগার বাহিনী।
লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৫ রানে ওপেনার ইশমা তানজিম আউট হয়ে গেলেও, ফারজানা হক এবং শারমিন আক্তার মিলে ১০৪ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ফারজানা ৮২ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রান করে আউট হলে এই জুটি ভাঙে। এরপর জ্যোতি এবং শারমিন মিলে ১৫২ রানের একটি বিশাল জুটি উপহার দেন।
এই জুটিতেই জ্যোতি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। জ্যোতি ৮০ বলে ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১০১ রান করে আউট হন। অন্যদিকে, শারমিন ৯৪ রানে অপরাজিত থাকেন। থাইল্যান্ডের হয়ে মায়া, পুত্তাংয়ু এবং কামছম্পু একটি করে উইকেট লাভ করেন।
থাইল্যান্ডের বিরুদ্ধে জয় ছাড়া অন্য কিছু ভাবছিল না বাংলাদেশ দল। এর আগে ওয়ানডে ফরম্যাটে থাইল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। তবে টি-টোয়েন্টিতে সাতবার দেখা হয়েছে দুই দলের, এবং প্রতিবারই জিতেছে বাংলাদেশ। সেই জয়ের ধারা বজায় রেখে বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু করতে মরিয়া ছিলেন নিগার-ফারজানারা।
বাংলাদেশ একাদশ: ইশমা তানজিম, ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মুস্তারি, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মারুফা আক্তার।