জুলাইয়ের তহবিলে নাগরিক নেত্রীর কারসাজি, গ্রেপ্তার করেছে পুলিশ

- আপডেট সময় ০৫:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
জুলাই মাসের সেই ভয়াবহ স্মৃতি আজও মানুষের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। সেই ঘটনায় যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের সহায়তার জন্য গঠিত একটি বিশেষ তহবিলে জালিয়াতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে জাতীয় নাগরিক কমিটির এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে দিলশাদ আফরিনকে। রমনা থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দিলশাদ আফরিন অসহায় পরিবারগুলোকে আর্থিক সহায়তা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ২০ হাজার থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ মেসেজ। জাতীয় নাগরিক কমিটির সদস্যরাই তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে, গত ৮ এপ্রিল তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল।
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব আল আমিন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগের সত্যতা পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম হতাশ ও ক্ষুব্ধ এবং তারা দ্রুত এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আইন বিশেষজ্ঞরা মনে করছেন, দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের দীর্ঘ কারাদণ্ড হতে পারে। পুলিশ বর্তমানে এই চাঞ্চল্যকর ঘটনাটির তদন্ত করছে।