জাতীয় সনদই রাষ্ট্র সংস্কারের চাবিকাঠি: অধ্যাপক আলী রীয়াজ

- আপডেট সময় ০১:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, মতপার্থক্য কাটিয়ে জাতীয় সনদ প্রণয়নের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, “আলোচনার মাধ্যমেই ঐক্যের জায়গাগুলো চিহ্নিত করে জাতীয় সনদ তৈরি করা যাবে। এ সনদই আমাদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবে।”
মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে এক সংলাপে তিনি এসব কথা বলেন। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির আট সদস্য এতে অংশ নেন।
প্রথম ধাপের এ সংলাপকে আলোচনার সূচনা হিসেবে উল্লেখ করে অধ্যাপক রীয়াজ বলেন, “ধাপে ধাপে আলোচনা বাড়বে। আমরা খুঁজব কীভাবে সম্মিলিতভাবে এগোনো যায়। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ব্যাখ্যা দেওয়া হবে, যাতে কমিশন ও দলগুলোর অবস্থান স্পষ্ট হয়।”
তিনি জানান, জুলাই মাসের মাঝামাঝি কমিশনের মেয়াদ শেষ হওয়ায় মে মাসের মধ্যেই প্রাথমিক আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। “আমাদের মূল লক্ষ্য দ্রুত জাতীয় সনদ চূড়ান্ত করা,” যোগ করেন তিনি।
সংলাপের দুই পক্ষকে “একই লক্ষ্যের সহযাত্রী” বলে অভিহিত করে রীয়াজ বলেন, “আমরা সবাই রাষ্ট্র সংস্কার চাই, শুধু পদ্ধতিগত ভিন্নতা আছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য থেকেই আমরা এগিয়ে যেতে পারি।”
এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ কমিশনের প্রস্তাবের বেশিরভাগের সাথে একমত প্রকাশ করে বলেন, “আমরা গভীর সংস্কার চাই, যা জনবান্ধব শাসন নিশ্চিত করবে। আওয়ামী লীগের ফ্যাসিবাদী প্রবণতা বন্ধ করাও এ সংস্কারের অংশ।”