ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

- আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ০ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মুটে নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
এ তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে পাওয়া গেছে, যা আলজাজিরা প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে নতুন হামলা শুরু করে, যার ফলে গাজায় ১ হাজার ৬৩০ জন নিহত ও ৪ হাজার ৩০২ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে ১০ হাজারেরও বেশি মরদেহ এখনো রয়ে গেছে, যা ভারী উদ্ধার সরঞ্জাম ও অব্যাহত হামলার কারণে উদ্ধার করা যাচ্ছে না।
এদিকে, ১১ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল গাজায় ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি মিসর ও কাতারের মধ্যস্থতায় উপস্থাপন করা হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে ও দ্রুত সিদ্ধান্ত জানাবে।
হামাসের মূল দাবিতে রয়েছে, গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি হতে হবে এবং ইসরায়েলের সব সেনা এখান থেকে প্রত্যাহার করতে হবে। পূর্বে হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি জানিয়েছেন, ইসরায়েলকে শত্রুতা পুরোপুরি বন্ধ করতে হবে, কারণ বর্তমান প্রস্তাবে হামাসের দাবিসমূহ পূরণ হয় নি।