০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

নেত্রকোণায় বজ্রপাতে ৩ কৃষকের প্রাণহানি, ১ জন আহত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তিনটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

খালিয়াজুরীর ইউএনও উজ্জ্বল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৃষকরা হলেন: নিজাম উদ্দিন (২৫), গ্রাম- রসুলপুর, কবীর হোসেন (৪০), গ্রাম- কৃষ্ণপুর , রাখাল সরকার (৬০), গ্রাম- হায়াতপুর। এছাড়া, রুনু মিয়া (৩০) নামের একজন কৃষক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কৃষকরা সবাই হাওরে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে রসুলপুর গ্রামে ধান গোছানোর সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান, এবং রুনু মিয়া আহত হন। অন্যদিকে, কবীর হোসেন ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। রাখাল সরকার গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।

নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানিয়েছেন, নিহতদের পরিবারকে দাফনের জন্য দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেত্রকোণায় বজ্রপাতে ৩ কৃষকের প্রাণহানি, ১ জন আহত

আপডেট সময় ১০:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

নেত্রকোণার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে তিনটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

খালিয়াজুরীর ইউএনও উজ্জ্বল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কৃষকরা হলেন: নিজাম উদ্দিন (২৫), গ্রাম- রসুলপুর, কবীর হোসেন (৪০), গ্রাম- কৃষ্ণপুর , রাখাল সরকার (৬০), গ্রাম- হায়াতপুর। এছাড়া, রুনু মিয়া (৩০) নামের একজন কৃষক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কৃষকরা সবাই হাওরে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে রসুলপুর গ্রামে ধান গোছানোর সময় বজ্রপাতে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান, এবং রুনু মিয়া আহত হন। অন্যদিকে, কবীর হোসেন ধান কাটার সময় বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান। রাখাল সরকার গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান।

নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানিয়েছেন, নিহতদের পরিবারকে দাফনের জন্য দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।