চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধে ১০ কিলোমিটার যানজট

- আপডেট সময় ০৩:১২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অবরোধ করে বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ সময় মহানন্দা সেতুর ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আলী হাসান নামের এক স্কুল শিক্ষক বলেন, আমার বাড়ি শিবগঞ্জে। ছেলের অসুস্থতায় চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু মহানন্দা সেতুতে এসে দেখি সড়ক অবরোধ। এখন গন্তব্যে যেতে পারছি না। ব্যাপক ভোগান্তিতে পড়েছি।
বারঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, হঠাৎ এসে দেখি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাজারে যাচ্ছিলাম এখন ঘুরে যেতে হচ্ছে। বেশ ভোগান্তিতে পড়লাম।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী কাওসার আলী বলেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। আজ আমরা রাস্তা অবরোধ করেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। বর্তমানে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।