থানায় লাল গালিচা দিয়ে অভ্যর্থনা, রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৪:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
সিলেটে এয়ারপোর্ট থানায় লাল গালিচা দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে। কিন্তু তিনি এটা দেখে খুব অসন্তুষ্ট হন। বৃহস্পতিবার দুপুরে থানায় গিয়ে লাল গালিচা দেখতে পেয়ে তিনি রাগ করেন। তিনি বলেন যে এসবের কোনো দরকার নেই এবং সঙ্গে সঙ্গেই গালিচাটি সরিয়ে ফেলতে বলেন। এরপর তিনি পুরো থানা ঘুরে দেখেন।
সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে পুলিশকে এখনো ভালোভাবে তৈরি করা যায়নি। গত ৫ই আগস্টের আগে ও পরে পুলিশের একটি গাড়ি পুড়ে গিয়েছিল, কিন্তু এখনো সেটা কিনে দেওয়া যায়নি। তিনি বলেন, টাকা পাওয়া গেলে এই ব্যবস্থার আরও উন্নতি হবে।
উপদেষ্টা আরও বলেন, আগের চেয়ে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে।
তিনি বলেন, পুলিশ সদস্যরা অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। আমরা তাদের কাছে অনেক বেশি আশা করি, কিন্তু তাদের সেইভাবে সাহায্য করতে পারিনি। তাদের দুঃখ কষ্টের কথা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন।
বিভিন্ন জায়গা থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা নিয়ে তিনি বলেন, অনেক ঘটনা ঘটছে, আবার পুলিশ আসামিদের ধরছেও। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক অভাব আছে। এই অভাব ও কষ্টের মধ্যেও তারা কাজ করে যাচ্ছে। কোথাও পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা আগের থেকে অনেক ভালো হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অবৈধ অস্ত্র উদ্ধার করা যায়নি। সরকার অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে। যদি বাইরে অবৈধ অস্ত্র থাকে, তাহলে তা দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এই ব্যাপারে নতুন কোনো খবর নেই। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম সেখানে উপস্থিত ছিলেন।