১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতর থেকে নারীর হাজার হাজার টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতরেই ছেঁড়া নোট পরিবর্তনে কাউন্টারে পাঠিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনার একটি সিসিটিভির ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এরইমধ্যে ফুটেজটি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

গত ২৩ মার্চ লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের জেলা শাখার ভেতরেই প্রতারক চক্রের তিন সদস্য অভিনব কৌশলে ওই গ্রাহকের টাকা নিয়ে যায়। একইদিন সেলিনা আক্তার নামে ওই গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ২৪ দিন পার হলেও এখনও পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী সেলিনা লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন জন লোক আগ থেকে ব্যাংকে অবস্থান করছিলেন। এর মধ্যে একজনের পরনে পাঞ্জাবি-মাথায় টুপি ও মুখে সাদা দাঁড়ি ছিল। অন্য দুইজন শার্ট-প্যান্ট পরা ছিলেন। তাদের অহেতুক ব্যাংকে ঘোরাফেরা করতে দেখা যায়। টাকা জমা দেওয়ার জন্য রশিদ রাখার স্থানেই তাদের বেশি সময় দেখা যায়। একপর্যায়ে পাঞ্জাবি পরিহিত লোকটি সোফায় গিয়ে বসেন। সেখানেই টাকা গুনছিলেন ভুক্তভোগী সেলিনা। একপর্যায়ে পাঞ্জাবি ওয়ালা লোকটি তার থেকে টাকা নিয়ে শার্ট-প্যান্ট পরিহিত লোকের কাছে গুণতে দেন। তাকে টাকা গুণতেও দেখা যায়। তখনও টুপিওয়ালা লোক ওই নারীর সঙ্গে বসে ছিলেন। তাদের আরেক সদস্য চারপাশে ঘোরাফেরা করছিলেন। এর মধ্যে যিনি টাকা গুনছিলেন, তিনি তার মানিব্যাগ থেকে কোনো একটি জিনিস (টাকা) বের করে ওই নারীকে দেন। পরে ভুক্তভোগী কাউন্টারের দিকে গেলে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যান চক্রের তিনজন লোক।

সেলিনা বেগম বলেন, আমার ব্যাংক হিসাবে দুই লাখ টাকা ছিল। টাকা উঠিয়ে সোফার ওপর এসে বসি। এর মধ্যে এক লাখ টাকা গুণে সাইড ব্যাগে রেখেছি। অপর এক লাখ টাকা গোনার সময় এক মুরুব্বি এসে বলে মা তোমার পাশে একটু বসি, এ কথা বলে তিনি বসেন। তিনি বলেন, টাকাগুলো চেক করে নিও, টাকা ছেঁড়া পড়ে। উনি আমাকে বলে দেখ- আমার দুই হাজার টাকা ছেঁড়া পড়েছে। এরপর কী হয়েছে আমি জানি না, আমি উনাকে সব টাকা দিয়ে দিয়েছি। একটু ছেঁড়া নোট নিয়ে আমাকে কাউন্টারে পাঠিয়েছে পরিবর্তনের জন্য। নোটগুলো পরিবর্তন করে এসে দেখি তারা নেই। তারা তিনজন লোক ছিল।

লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী বলেন, ঘটনার দিনই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেয়। পরে থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। ভুক্তভোগী গ্রাহক অন্য একজনকে টাকা গুণতে দিয়েছে, ওরাই টাকা নিয়ে গেছে। টাকা গুণতে সমস্যা হলে আমার কাছেও তিনি আসতে পারতেন। অচেনা অজানা লোকদের টাকা দেওয়া ঠিক হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তা পর্যালোচনা করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতর থেকে নারীর হাজার হাজার টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

আপডেট সময় ০৪:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে ব্যাংকের ভেতরেই ছেঁড়া নোট পরিবর্তনে কাউন্টারে পাঠিয়ে এক নারী গ্রাহকের কাছ থেকে ৮০ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ঘটনার একটি সিসিটিভির ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। এরইমধ্যে ফুটেজটি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

গত ২৩ মার্চ লক্ষ্মীপুর চক বাজার মসজিদ মার্কেটে ইসলামী ব্যাংকের জেলা শাখার ভেতরেই প্রতারক চক্রের তিন সদস্য অভিনব কৌশলে ওই গ্রাহকের টাকা নিয়ে যায়। একইদিন সেলিনা আক্তার নামে ওই গ্রাহক থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ২৪ দিন পার হলেও এখনও পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী সেলিনা লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার খোরশেদ আলমের স্ত্রী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন জন লোক আগ থেকে ব্যাংকে অবস্থান করছিলেন। এর মধ্যে একজনের পরনে পাঞ্জাবি-মাথায় টুপি ও মুখে সাদা দাঁড়ি ছিল। অন্য দুইজন শার্ট-প্যান্ট পরা ছিলেন। তাদের অহেতুক ব্যাংকে ঘোরাফেরা করতে দেখা যায়। টাকা জমা দেওয়ার জন্য রশিদ রাখার স্থানেই তাদের বেশি সময় দেখা যায়। একপর্যায়ে পাঞ্জাবি পরিহিত লোকটি সোফায় গিয়ে বসেন। সেখানেই টাকা গুনছিলেন ভুক্তভোগী সেলিনা। একপর্যায়ে পাঞ্জাবি ওয়ালা লোকটি তার থেকে টাকা নিয়ে শার্ট-প্যান্ট পরিহিত লোকের কাছে গুণতে দেন। তাকে টাকা গুণতেও দেখা যায়। তখনও টুপিওয়ালা লোক ওই নারীর সঙ্গে বসে ছিলেন। তাদের আরেক সদস্য চারপাশে ঘোরাফেরা করছিলেন। এর মধ্যে যিনি টাকা গুনছিলেন, তিনি তার মানিব্যাগ থেকে কোনো একটি জিনিস (টাকা) বের করে ওই নারীকে দেন। পরে ভুক্তভোগী কাউন্টারের দিকে গেলে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যান চক্রের তিনজন লোক।

সেলিনা বেগম বলেন, আমার ব্যাংক হিসাবে দুই লাখ টাকা ছিল। টাকা উঠিয়ে সোফার ওপর এসে বসি। এর মধ্যে এক লাখ টাকা গুণে সাইড ব্যাগে রেখেছি। অপর এক লাখ টাকা গোনার সময় এক মুরুব্বি এসে বলে মা তোমার পাশে একটু বসি, এ কথা বলে তিনি বসেন। তিনি বলেন, টাকাগুলো চেক করে নিও, টাকা ছেঁড়া পড়ে। উনি আমাকে বলে দেখ- আমার দুই হাজার টাকা ছেঁড়া পড়েছে। এরপর কী হয়েছে আমি জানি না, আমি উনাকে সব টাকা দিয়ে দিয়েছি। একটু ছেঁড়া নোট নিয়ে আমাকে কাউন্টারে পাঠিয়েছে পরিবর্তনের জন্য। নোটগুলো পরিবর্তন করে এসে দেখি তারা নেই। তারা তিনজন লোক ছিল।

লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক আইয়ুব আলী বলেন, ঘটনার দিনই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেয়। পরে থানা থেকে পুলিশ এসে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে যায়। ভুক্তভোগী গ্রাহক অন্য একজনকে টাকা গুণতে দিয়েছে, ওরাই টাকা নিয়ে গেছে। টাকা গুণতে সমস্যা হলে আমার কাছেও তিনি আসতে পারতেন। অচেনা অজানা লোকদের টাকা দেওয়া ঠিক হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তা পর্যালোচনা করে প্রতারক চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।