বাংলাদেশের সংস্কার পরিকল্পনাকে সাহায্য করতে চায় মার্কিন সরকার

- আপডেট সময় ০৮:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে ড. ইউনূসের বৃহস্পতিবার বৈঠক করেছে একটি একটি মার্কিন প্রতিনিধি দল । তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করবে বলে জানিয়েছে। একই বৈঠকে তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে আলোচনা করেছে।
মার্কিন দলে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উচ্চপদস্থ কর্মকর্তা—নিকোল এ. চুলিক ও অ্যান্ড্রু হেরুপ। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় মার্কিন দূত ট্রেসি অ্যান জ্যাকবসনও এই বৈঠকে ছিলেন।
মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের প্রশংসা করে বলেন, “১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞ।” তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বেরও ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য চিহ্নিত করেছে, যা একটি বড় অগ্রগতি। নিকোল চুলিক বলেন, “রোহিঙ্গা সমস্যাকে শুধু আলাদাভাবে না দেখে পুরো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে যুক্ত করে ভাবছেন—এটা আপনার বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।”
মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনারও প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ক খুবই ভালো। তিনি ট্রাম্প সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা জোরদার করতে চান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান রোহিঙ্গাদের জন্য সাহায্য এবং বাণিজ্য শুল্ক কমিয়ে দেওয়ার জন্য। তিনি বলেন, “আমরা মার্কিন বাণিজ্য নীতিকে সমর্থন দিয়ে যাচ্ছি।”