সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে: জি এম কাদের

- আপডেট সময় ০৬:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার নিজেরাই দল ঘোষণা করছেন মন্তব্য করে জিএম কাদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা এখন অশুভ ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছি। ব্যর্থ রাষ্ট্রের দিকে দেশ চলে যেতে পারে। এসব সমস্যার সমাধানের প্রথম ধাপ হলো নির্বাচন। আমরা নির্বাচন চাই যতো তাড়াতাড়ি সম্ভব। ডিসেম্বরের আগে বা পরে হলেও আপত্তি নেই। সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয়। অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে আমাদের নামে। আমাদেরকে নানাভাবে হেনস্তা করার চেষ্টা করছেন কিছু মানুষ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে বক্তব্য-বিবৃতি দিয়ে জানাশোনা কথাকে তারা ভুলভাবে তুলে ধরছেন। তাদের কথা হলো- আমরা সুবিধাবাদী, সুবিধাভোগী। কিন্তু আমরা বলতে চাই জাতীয় পার্টির সিংহভাগ মানুষ সবসময় জনগণের পাশে ছিল। জনগণের স্বার্থে তারা সংগ্রাম করেছে। আগামীতেও তারা জনগণের পাশেই থাকবে।
জিএম কাদের বলেন, এমপি হওয়ার জন্য আমরা রাজনীতি করি না। জনগণের জন্য আমরা মাঠে থাকব। আমরা লোভ লালসার রাজনীতি করি না। আমরা ব্যবসার রাজনীতি করি না। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।
কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন দাবি করে জাপা চেয়ারম্যান বলেন, সংসদে দাঁড়িয়ে কোটা আন্দোলনের সমর্থন করেছিলাম। সরকারকে বলেছিলাম মেনে নেন। আমরা আন্দোলনকারীদের পক্ষে ছিলাম।