খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

- আপডেট সময় ০১:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১ বার পড়া হয়েছে
খুলনা মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি ছিল দলটির পতনের পর খুলনায় প্রথম প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম।
মিছিলে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার দেখা গেছে। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দেন—‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ও ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’।
জেলা আওয়ামী লীগের কোনো নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, “উপর থেকে নির্দেশনা ছিল যাতে পরিচিত কোনো মুখ মিছিলে না থাকে। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।”
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, “গাড়ি থেকে নেমে কিছু লোক হঠাৎ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে চলে যান। সকালবেলায় রাস্তাঘাট ফাঁকা থাকায় তারা দ্রুত সরে পড়েন। আমরা তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছি।”
মিছিলের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।