বিজিবির প্রতিবাদে বিএসএফের মাটি কাটা বন্ধ, সীমান্তে টহল বাড়ছে

- আপডেট সময় ০২:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় বিএসএফ ও স্থানীয়দের মাটি কাটার কাজ বাংলাদেশের বিজিবির কঠোর প্রতিবাদের মুখে বন্ধ করতে বাধ্য হয়। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, দহগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় (পিলার ডিএএমপি ৭) ভারতের অভ্যন্তরে প্রায় ৭০ গজ ভেতরে বিএসএফ সদস্যরা স্থানীয়দের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি ও ট্রাক্টরে করে তাদের ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধের নির্দেশ দেয় এবং প্রতিবাদ জানায়। বিজিবির চাপে বিএসএফ তাদের যন্ত্রপাতি সরিয়ে নেয়।
বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, “ভারতীয় সীমান্তরক্ষীরা বাংলাদেশের ভূখণ্ড সংলগ্ন এলাকায় অনধিকার প্রবেশ করে মাটি কাটার চেষ্টা করায় আমরা কড়া প্রতিবাদ জানাই। এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে দহগ্রাম সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উভয় দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা এড়াতে বিদ্যমান প্রটোকল মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে বলেও বিজিবি সূত্রে জানা গেছে।