চুয়াডাঙ্গার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়াল

- আপডেট সময় ০৭:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে
ফের মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। জেলার সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল তিনটার দিকে রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। একই সময় ৬১ শতাংশ ছিল বাতাসে আর্দ্রতার পরিমাণ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ সাময়িক হলেও এর তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। গরম ও আর্দ্রতার সংমিশ্রণে বেড়ে গেছে হিটস্ট্রোকের আশঙ্কাও। এ অবস্থায় শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের সতর্ক থাকতে এবং যথাসম্ভব রোদ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে অসহ্য গরম অনুভূত হচ্ছে। তবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও আছে।
এদিকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা সামান্য কম থাকায় কিছুটা স্বস্তি মিলছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। জেলার মানুষ এখন স্বস্তির বৃষ্টির অপেক্ষায়।
চুয়াডাঙ্গা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার রিকশাচালক লালচান জানান, রাস্তায় রোদ আর গরমে হাঁসফাঁস লাগতেছে। কিন্তু পেটের তাগিদে কাজ ছাড়াও উপায় নাই।