আন্দোলনের চাপে কুয়েটের ভিসি ও প্রোভিসির পদত্যাগ

- আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলম পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার (২৩ এপ্রিল) রাতে তারা তাদের পদত্যাগপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি শান্ত হচ্ছিল না। শেষে উপাচার্য ও উপ-উপাচার্যকে পদত্যাগের জন্য অনুরোধ করা হয়। তারা পদত্যাগপত্র জমা দিলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি তা গ্রহণ করলেই পদত্যাগ কার্যকর হবে।
এর আগে বুধবার রাতে তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কুয়েটের সংকট সমাধান ও ক্লাস দ্রুত শুরু করার জন্য উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই নতুন উপাচার্য নিয়োগের জন্য কমিটি গঠন করা হবে। এ সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ অধ্যাপককে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে অনেক মানুষ আহত হন। এরপর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলন শুরু করেন। তাদের দাবি ছিল ছাত্ররাজনীতি বন্ধ করা। এই আন্দোলনের চাপেই উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করতে বাধ্য হন।