ডিএসসিসি ওয়ার্ড সচিব ঘুষ নিতে গিয়ে দুদকের হাতে ধরা পড়লেন

- আপডেট সময় ০৫:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণের সময় গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সবুজবাগের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলামের করা অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযোগে জানানো হয়, নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য ডিএসসিসির ছাড়পত্র প্রয়োজন ছিল। ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি হুমকি দিয়েছিলেন যে টাকা না দিলে ছাড়পত্র দেওয়া হবে না।
দুদকের বিশেষ টিম ওয়ার্ড সচিবের কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য প্রমাণাদি জব্দ করা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, কুতুবউদ্দিন সোহেল নিয়মিতভাবে বিভিন্ন সেবাপ্রার্থীর কাছ থেকে এভাবে ঘুষ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় দুদক আইনি ব্যবস্থা নিচ্ছে।