বেনাপোলে পাওনা টাকার জন্য বাড়িতে তালা ঝুলিয়ে অবরুদ্ধ বাসিন্দাদের

- আপডেট সময় ০৪:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
যশোরের বেনাপোলে পাওনা টাকার জন্য বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন ওই বাড়ির বাসিন্দারা। বেনাপোলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। পর সন্ধ্যা ছয়টার দিকে পুলিশের সহযোগিতায় তারা মুক্ত হয়।
এর আগে চৌকিদার কবির হোসেন পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাগমারি গ্রামের ইয়ার আলীর বাড়িতে গিয়ে ধারের টাকা দাবি করেন। তিনি বলেন, তার স্ত্রী ইয়ার আলীর কাছে পাঁচ লাখ টাকা পাবেন। এ বিষয়ে তার কাছে একটি স্ট্যাম্প আছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের পাওনা টাকা না দেওয়ায় তার স্ত্রী বৃহস্পতিবার দুপুরে ইয়ার আলীর ঘরে তালা মারেন। এ সময় ইয়ার আলী বাড়ি না থাকলেও তার মেয়েরা ঘরে ছিলেন।
এদিকে যে স্ট্যাম্পে টাকার কথা লেখা আছে ওই সময় স্ট্যাম্প দেখাতে বললে চৌকিদার কবির ও তার স্ত্রী সেটা দেখাতে পারেননি। ইয়ার আলীর মেয়ে পারভিন সুলতানা বলেন, বাবার কাছে টাকা পাবে কি না আমরা জানি না। আর বাড়িটি আমাদের তিন বোনের নামে। যদি বাবার কাছে টাকা পেয়ে থাকে তবে তারা বাবার সঙ্গে বোঝাপড়া করবে। বার বার কবির চৌকিদারের স্ত্রী আমাদের বাড়ি এসে অকথ্য ভাষায় গালাগালি করে। আজ তিনি বাড়ি এসে তালা মেরে দেন।
ইয়ার আলী কোথায় জানতে চাইলে পারভিন জানান, বাড়ি থেকে বেশ কিছুদিন যাবৎ তাদের বাবা কোথায় চলে গেছেন জানেন না। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক মামুন হোসেন বলেন, বাড়িতে তালা মেরেছিল। তালা খুলে দেওয়া হয়েছে। এরপর তারা কোনো ঝামেলা করতে পারবে না। তবে উভয়ের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।