ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

যশোরে ইটভাটা শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজন আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ২৭১ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলায় ইটভাটা শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বাগেরহাট এলাকা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

তারা হলেন, সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের ওয়াসিম সরদারের ছেলে রাব্বি হোসেন। ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা একই ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার থেকে পাঁচ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করেন। সেখানে একটি কুঁড়েঘরে তিনি স্বামী-সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন ও রাব্বি হোসেন একই ভাটায় কাজ করেন। কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। শুক্রবার ভোরে ইটভাটায় কাজ শেষে পাশের পুকুরে গোসল করতে যান ওই নারী। ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে পাশের ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করেন। পরে তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করেন। ভুক্তভোগী নারী বিষয়টি ভাটামালিক ও স্বামীকে জানান। তাদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তদের আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যশোরে ইটভাটা শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজন আটক

আপডেট সময় ০৭:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

যশোর সদর উপজেলায় ইটভাটা শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। সদর উপজেলার বাগেরহাট এলাকা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

তারা হলেন, সদর উপজেলার তেতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের ওয়াসিম সরদারের ছেলে রাব্বি হোসেন। ভুক্তভোগী নারী ও অভিযুক্তরা একই ইটভাটায় শ্রমিকের কাজ করেন।

পুলিশ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চার থেকে পাঁচ মাস ধরে ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে ওই ইটভাটায় কাজ করেন। সেখানে একটি কুঁড়েঘরে তিনি স্বামী-সন্তানসহ বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন ও রাব্বি হোসেন একই ভাটায় কাজ করেন। কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে। শুক্রবার ভোরে ইটভাটায় কাজ শেষে পাশের পুকুরে গোসল করতে যান ওই নারী। ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে পাশের ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করেন। এ সময় রাব্বি হোসেন সহযোগিতা করেন। পরে তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করেন। ভুক্তভোগী নারী বিষয়টি ভাটামালিক ও স্বামীকে জানান। তাদের সহায়তায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযুক্তদের আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।