সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

- আপডেট সময় ০৫:১৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৭৭ বার পড়া হয়েছে
পরকীয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া মহল্লার স্বামীর বাড়ি থেকে রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।
গৃহবধূর নাম হাসি খাতুন (২৩)। তিনি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছেন।
নিহতের বোন খুশি খাতুন অভিযোগ করে বলেন, তিন বছর আগে পারিবারিকভাবে তার বোন হাসির সঙ্গে বিয়ে হয় জাকারিয়ার। এই দম্পতির ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। সম্প্রতি জাকারিয়া প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ বিষয়টি হাসি খাতুন জেনে যাওয়ায় দুজনের মধ্যে কলহ সৃষ্টি হয়। এই কলহের জের ধরে জাকারিয়া আমার বোনকে রাতের একসময় শ্বাসরোধ করে হত্যা করেছে। কিন্তু হাসি স্ট্রোক করে মারা গেছে বলে আমাদের জানানো হয়। কিন্তু আমরা এসে দেখি হাসির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়। তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, ওই গৃহবধূর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।