১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

মৌসুম শেষ হলেই কি রিয়ালকে ‘গুড বাই’ বলে দিবেন আনচেলত্তি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

কার্লো আনচেলত্তির জন্য কোচিং ক্যারিয়ারে বাজে একটা মৌসুম কেটেছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের হাতছাড়া হয়ে গেছে ২০২৪-২০২৫ মৌসুমে দুটি প্রধান শিরোপা- চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কোপা দেল রে। হাতছাড়া হওয়ার পথে লা লিগার শিরোপাও।

এই প্রতিযোগিতায় মৌসুমের মাত্র পাঁচ ম্যাচ বাকি। এরপরও টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল। এমন অবস্থায় আনচেলত্তি কী ভাবছেন? সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন নাকি বিদায় নেবেন?

আনচেলত্তি এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তবে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, তালিয়ান মাস্টারমাইন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে আর থাকবেন না। রিয়ালকে ‘গুড বাই’ বলে দেবেন এ মৌসুম শেষ হলেই। আনচেলত্তি ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে কথা বলবেন।

২০২৬ সাল পর্যন্ত ৬৫ বছর বয়সী আনচেলত্তি সঙ্গে রিয়ালের চুক্তি। চলতি মৌসুমে বার্সার বিপক্ষে তিনটি এল ক্লাসিকোতেই হরেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উঠেছে।

ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তির প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে।

সূত্র ইএসপিএনকে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আনচেলত্তি ও পেরেজ সাক্ষাৎ করবেন। প্রত্যাশা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচ (রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে) পর ক্লাব ছাড়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবেন আনচেলত্তি।

রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দফায় তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।

গেল শনিবারের হারের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, আমি থাকব কি না, তা এখন বলার সময় নয়। এটা পরবর্তী কয়েক সপ্তাহের বিষয়। আমরা এখন শিরোপার (লা লিগা) জন্য লড়াই করছি। আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না। মৌসুম শেষে ক্লাবের সাথে আলোচনা করব।

আমি সবসময় ক্লাবের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রেখেছি। এখানে কোন ঝামেলা হবে না- যোগ করেন আনচেলত্তি।

তবে ইএসপিএন সূত্র একটি বিষয় নিশ্চিত করেনি। আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছাড়লে নতুন কোচ কে হবেন? তবে জানা গেছে, সম্ভাব্য স্বল্পমেয়াদী পরিকল্পনা হবে অন্তর্বর্তী কোচ নিয়োগ। সেক্ষেত্রে রিয়ালের দায়িত্ব নিতে পারেন ক্লাবের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গঞ্জালেজ বা অনূর্ধ্ব-১৯ দলের কোচ আলভারো আরবেলোয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌসুম শেষ হলেই কি রিয়ালকে ‘গুড বাই’ বলে দিবেন আনচেলত্তি

আপডেট সময় ০২:৫৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কার্লো আনচেলত্তির জন্য কোচিং ক্যারিয়ারে বাজে একটা মৌসুম কেটেছে। এরই মধ্যে রিয়াল মাদ্রিদের হাতছাড়া হয়ে গেছে ২০২৪-২০২৫ মৌসুমে দুটি প্রধান শিরোপা- চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কোপা দেল রে। হাতছাড়া হওয়ার পথে লা লিগার শিরোপাও।

এই প্রতিযোগিতায় মৌসুমের মাত্র পাঁচ ম্যাচ বাকি। এরপরও টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা থেকে চার পয়েন্ট পিছিয়ে রিয়াল। এমন অবস্থায় আনচেলত্তি কী ভাবছেন? সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন নাকি বিদায় নেবেন?

আনচেলত্তি এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তবে ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন নিজস্ব সূত্রের মাধ্যমে জানতে পেরেছে, তালিয়ান মাস্টারমাইন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে আর থাকবেন না। রিয়ালকে ‘গুড বাই’ বলে দেবেন এ মৌসুম শেষ হলেই। আনচেলত্তি ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে কথা বলবেন।

২০২৬ সাল পর্যন্ত ৬৫ বছর বয়সী আনচেলত্তি সঙ্গে রিয়ালের চুক্তি। চলতি মৌসুমে বার্সার বিপক্ষে তিনটি এল ক্লাসিকোতেই হরেছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায়ের পর তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উঠেছে।

ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আনচেলত্তির প্রতিনিধিদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে।

সূত্র ইএসপিএনকে জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আনচেলত্তি ও পেরেজ সাক্ষাৎ করবেন। প্রত্যাশা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচ (রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে) পর ক্লাব ছাড়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাবেন আনচেলত্তি।

রিয়ালের ইতিহাসের অন্যতম সফল কোচ আনচেলত্তি। সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দফায় তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জিতেছেন তিনি।

গেল শনিবারের হারের পর সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি বলেন, আমি থাকব কি না, তা এখন বলার সময় নয়। এটা পরবর্তী কয়েক সপ্তাহের বিষয়। আমরা এখন শিরোপার (লা লিগা) জন্য লড়াই করছি। আমি এখন আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না। মৌসুম শেষে ক্লাবের সাথে আলোচনা করব।

আমি সবসময় ক্লাবের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক রেখেছি। এখানে কোন ঝামেলা হবে না- যোগ করেন আনচেলত্তি।

তবে ইএসপিএন সূত্র একটি বিষয় নিশ্চিত করেনি। আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছাড়লে নতুন কোচ কে হবেন? তবে জানা গেছে, সম্ভাব্য স্বল্পমেয়াদী পরিকল্পনা হবে অন্তর্বর্তী কোচ নিয়োগ। সেক্ষেত্রে রিয়ালের দায়িত্ব নিতে পারেন ক্লাবের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি, কাস্তিয়া কোচ রাউল গঞ্জালেজ বা অনূর্ধ্ব-১৯ দলের কোচ আলভারো আরবেলোয়া।