১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ভোলার পাঁচ রুটে ২৪ ঘণ্টা পর বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
ভোলার পাঁচ রুটে ২৪ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। জেলা প্রশাসক কার্যালয়ে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে মতবিনিময় সভার পর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি জানান, জেলা প্রশাসক সিএনজি মালিক সমিতি, বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের নিয়ে জরুরি সভা করেন। আমরা দুই পক্ষ মিলে গেছি। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, সবার কথা শুনে তাদের উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। ধর্মঘট বাস শ্রমিকরা প্রত্যাহার করেছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোলার চরফ্যাশন, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশাসহ পাঁচটি রুটের হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
ট্যাগস :